ম্যানেজিং কর্পোরেট এন্ড সেক্রেটারিয়াল এ্যাফেয়ারস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর পুরানা পল্টনে এবিসি রুমস-এ,৪ সপ্তাহের এ ট্রেনিংয়ের আয়োজন করে ABC Learning N Consultancy LTD (powered by SARashid & Associates)।
এতে কর্পোরেট মিটিং, কমপ্লায়েন্স, ডকুমেন্ট/ রিপোর্ট / রিটার্ণ ফাইলিং, কর্পোরেট গভার্নেন্স, ম্যানেজমেন্ট একাউন্টিং, ফিনান্সিয়াল এনালাইসিস এবং অডিট ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ, ম্যানেজার, সেক্রেটারি, কমপ্লায়েন্স অফিসার ও এইচ আর এক্সিকিউটিভদের দক্ষতা ও দ্বায়িত্বশীলতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
উল্লেখ্য,প্রশিক্ষণে বিভিন্ন সরকারী ও বেসরকারী কোম্পানীর কোম্পানী সেক্রেটারি, কর্পোরেট এক্সিকিউটিভ ও এইচ আর এক্সিকিউটিভগণ অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানির সচিব ও উর্ধতন কর্মকর্তাগণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর কোম্পানি সচিব অলি কামাল এফসিএস, কর্পোরেট সংবাদের এডিটর মিজানুর রহমান এফসিএস, সাউথ বাংলা এগরিকালচার ব্যাংক লিঃ এর কোম্পানি সচিব মোকাদ্দাস আলী, এসিএস, মধুমতি ব্যাংক লিঃ এর কোম্পানি সচিব আশুতোষ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিরা জাতীয় পর্যায়ে ABC-এর উদ্দ্যোগকে স্বাগত জানান এবং সকলের অংশগ্রহনের উপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এ রশিদ এফসিএস আত্ম-উন্নয়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক তথা সামগ্রিক উন্নয়নের বিষয়ে প্রফেশনালদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের আহবান জানান।
আজকরে বাজার:এলকে/ এলকে ৯ ডিসেম্বর ২০১৭