বড় ক্লাবগুলোর জয়ের দিনে ব্যতিক্রম ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার প্রিমিয়র লিগে উত্তেজক অ্যাওয়ে ম্যাচে নরউইচ সিটির কাছে ২-৩ গোলে হেরে বসল স্কাই ব্লুজ’রা। সার্জিও আগুয়েরো ও রড্রি দুই অর্ধে দু’টি গোল করলেও তা এদিন যথেষ্ট ছিল না পেপ গুয়ার্দিওলার দলের জন্য। ফলস্বরূপ জানুয়ারির পর প্রিমিয়র লিগে প্রথম পরাজয়ের স্বাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
হারের পরও লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ম্যান সিটির পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়াল ৫। অন্য ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারাল টটেনহ্যাম। কোরিয়ান স্ট্রাইকার সন হিউং মিনের জোড়া গোলের পাশে স্কোরশিটে নাম তোলেন এরিক লামেলা। অপর গোলটি আত্মঘাতী। প্রথমার্ধেই বিপক্ষের জালে চারবার বল জড়িয়ে ম্যাচ পকেটে পুড়ে নেয় স্পারস। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে তৃতীয়স্থানে রইল লন্ডনের ক্লাবটি। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চতুর্থ পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছে ম্যান ইউ, লেস্টার সিটি ও চেলসি।
আজকের বাজার/লুৎফর রহমান