অসুস্থ আর্জেন্টাইন তারকা দিয়েগো ম্যারাডোনার দ্রুত সুস্থতা কামনায় শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে।
বুয়েন্স আয়ার্সে ৫৮ বছর বয়সী ম্যারাডোনার পেটে গত সপ্তাহে সফল অস্ত্রোপার সম্পন্ন হয়েছে। পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। সাবেক এই নাপোলি তারকা পরবর্তীতে ইনস্টাগ্রামে সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় মেডিকেল স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে মেক্সিকান ক্লাব ডোরাডসের কোচের দায়িত্বে নিয়োজিত আছেন ম্যারাডোনা।
ম্যারাডোনার পাশাপাশি বিশ^ ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিগণিত পেলেও সামাজিক যোগযোগ মাধ্যমে আর্জেন্টাইন তারকা দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন। টুইটারে পেলে লিখেছেন, ‘দিয়েগো, আমি কখনই ১০ নম্বর ক্লাবের কোন সদস্যকে অসুস্থ দেখাটা পছন্দ করিনা। বন্ধু, আশা করছি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’