ম্যারিকো’র অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে । ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গতকাল  অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এই ডিভিডেন্ডের ঘোষণা আসে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।
ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত মোট ১১ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড দেয়া হয়। এসময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ টাকা ৫৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৪৯ টাকা ৭৫ পয়সা।

এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৮ টাকা ৯৩ পয়সা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮০টাকা ৮৮ পয়সা।
এর আগে এপ্রিল ২০১৮ থেকে সেপ্টেম্বও ২০১৮ পর্যন্ত ( ৬ মাস) সময়ের হিসাব মূল্যায়ন করে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ অভ্যন্তরীণ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

মার্চ মাসে প্রতিষ্ঠানটির পর্ষদ উৎপাদন ক্ষমতা বাড়াতে সাড়ে ২৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য,  কর্পোরেট ঘোষণার জন্য আজ প্রতিষ্ঠানটির শেয়ারে কোন প্রাইস লিমিট থাকছে না।

 

আজকের বাজার/মিথিলা