পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের মেরিকো বাংলাদেশশের পরিচালনা পর্ষদ ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩২.৬৭ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৩৪.২৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ১.৬২ টাকা বা ৫ শতাংশ কমেছে।
২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.০৩ টাকায়।