ম্যারিকোর সংশোধিত রেকর্ড ডেট ২২ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের রেকর্ড ডেট সংশোধন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিলের পরিবর্তে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গতকাল বিকালে অনুষ্ঠিত ম্যারিকোর পরিচালনা পর্ষদের সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয় । ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ১৮ এপ্রিল। কিন্তু পরে ১৮ তারিখের পরিবর্তে সংশোধিত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ এপ্রিল । আর বাকি সবকিছুই অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত মোট ১১ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেয়া হয়েছে।

 

আজকের বাজার/মিথিলা