ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয় পাইকারী ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের সালটিয়া নতুন বাজার পেঁয়াজের আরতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস ও গফরগাঁও থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচজন পাইকারী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
তাপস কর, ময়মনসিংহ