বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক চাপায় এক ব্যাবসায়ীর মৃত্যু
প্রকাশিত - নভেম্বর ৫, ২০২০ ৭:৪৩ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাকচাপায় এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। জানা যায়,বালুবোঝাই ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ গফরগাঁও-ময়মনসিং সড়কের গফরগাঁও উপজেলার চারিপাড়া গ্রামের খালের উপর নির্মীত ব্রীজ সংলগ্ন এলাকায়।
নিহতের নাম সোহাগ মিয়া (৩৫)। সে গফরগাঁও উপজেলার মুখী গ্রামের আছর আলীর ছেলে বলে জানা গেছে। নিহত সোহাগ মুখী স্কুলের বাজারে ষ্টীল সাপ্লাইয়ের ব্যবসায়ী ছিলেন।
ঘটনার পর ট্রাক চালক জাহাঙ্গীরকে স্থানীয়রা আটক করে পুলিশের তুলে দেয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।
তাপস কর,ময়মনসিংহ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.