ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের কাজির শিমলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিশাল থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার(২৫মে) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারনা, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর । নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেন।’
এস আই আরো জানান, আমরা ধারনা করছি দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে।
আজকের বাজার/লাবনী