ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অটোরিকশার চাপায় আহত এক বাসচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের নাম পলাশ (২৮)। পলাশ উপজেলার ষোলহাসিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার বিকালে বাস চালক পলাশ তার বন্ধুদের শিবগঞ্জ রোড পুরাতন বাসস্ট্যান্ড মাঠে ফুটবল খেলছিলেন। এক পর্যায়ে ফুটবলটি মাঠের বাইরে পাশের গফরগাঁও-ভালুকা সড়কে চলে গেলে তিনি তা আনতে যান।
এ সময় চলন্ত ইঞ্জিন চালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিসৎধীন অবস্থায় মারা যান।
আজকের বাজার/একেএ