ময়মনসিংহে একটি আধুনিক অস্ত্র তৈরির কারাখানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শহরের আকুয়ায় নাছিরাবাদ কলেজ সংলগ্ন ওই বাড়িটিতে বুধবার সকালে অভিযান শুরু করেছে বাহিনীটি।
র্যাব জানায়, কারখানার ভেতর থেকে পিস্তল-গুলিসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।
র্যাব-১৪ এর কর্মকর্তা লে. কর্নেল শরিফুল ইসলাম জানান, অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান অব্যাহত আছে। বেলা ১২টায় সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানানো হবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৯ নভেম্বর ২০১৭