ময়মনসিংহে মুক্তিযোদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার (৭২) নামে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুলাই) সকালে ঘা-ভাটিয়া গ্রামের একটি পুকুরের পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। জেলার পুলিশ সুপার আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, মুক্তিযোদ্ধা মতিন মাস্টার নিজের পুকুরে মাছ চাষ করতেন। সকালে ওই পুকুরের পাড়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর লাশ পুকুর পাড়ে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে দতন্ত  চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

আরজেড/