ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের (৭২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মতিন উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান আওয়ামী লীগ সভাপতি।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, মঙ্গলবার রাতে বাড়ির পাশের মৎস্য খামার পাহাড়া দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মতিন মাস্টার। পরে আর ঘরে ফেরেননি। বুধবার সকালে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এদিকে বাবা মতিন মাস্টারের খুনীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেছেন তার ছেলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

আজকের বাজার/এমএইচ