জেলার নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে কারখানাটির ঘরের চালা ছিন্নভিন্ন হয়ে পড়ে।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আজ সকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামের বোরহান উদ্দিনের কারখানায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
নিহত দুই নারী ভোররাতে একটি ওই আতশবাজির কারখানায় গিয়ে পটকা বানানোর কাজ করেছিলেন। এসময় কারখানায় বিস্ফোরণটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোগঞ্জ সদর হাসপাতার মর্ঘে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর পেয়ে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিন, পুলিশ সুপার আহমার উজ্জামান, ইউএনও আবুল মনছুর এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান