ময়মনসিংহে দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়ায় এক পুলিশ কনস্টেবলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের দেহ তল্লাশি করে ৮০০ টি ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২ মে) রাতে শহরের নওমহল সারদা ঘোষ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কনস্টেবল মোকছেদুল ইসলাম (৩২), কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (২০) ও সুনামগঞ্জের বাসিন্দা দেবাশীষ (২৫)। মোকছেদুল ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত।
এ বিষয়ে দুই নম্বর ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের নওমহল সারদা ঘোষ রোডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ সুপার সৈয়দ নুরূল ইসলাম মাদকের ব্যাপারে শূন্য সহনশীল (জিরো টলারেন্স) অবস্থান নিয়েছেন।
তিনজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
আরজেড/