ময়মনসিংহে গরু নিয়ে বিরোধ, কৃষক খুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গরু নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল হেলিম (৪০)।
সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলার কান্দিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে হাদিসসহ চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রোববার (১৫ জুলাই) বিকেলে কান্দিউড়া গ্রামে আব্দুল হেলিমের একটি গরু প্রতিবেশী হাফিজ উদ্দিনের বীজ তলায় ধানের চারা খেয়ে ফেলে। পরে হাফিজ উদ্দিন তার বাড়িতে আব্দুল হেলিমের গরু বেঁধে রাখে। কিন্তু আব্দুল হেলিম ওই দিনই তার গরু হাফিজের বাড়ি থেকে জোর করে নিয়ে আসে। এ ঘটনার জেরে সোমবার সকালে হেলিম ও হাফিজ উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল হেলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাফিজ উদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, এ ঘটনায় অভিযুক্ত হাফিজ উদ্দিনের ছেলে হাদিস উদ্দিনসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএম/