ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজ মাঠে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম হীরা (২৫)। নিহত হীরা নাসিরাবাদ কলেজের কর্মচারী হানিফের ছেলে। তিনি সপরিবারে কলেজ আবাসিক এলাকায় বসবাস করতেন। হীরা পুরনো লোহালক্কড়ের (ভাঙ্গাড়ি) ব্যবসা করতেন।
রোববার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শহরের নাসিরাবাদ কলেজ মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা হীরার পূর্বপরিচিত। পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
আজকের বাজার/একেএ