ময়মনসিংহ মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রেজাউল করিম রাসেল নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
সোমবার রাত আড়াইটার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে গ্রামের বাড়ি চরহরিপুর থেকে ভাড়া বাসা মহানগরীর আমলাপাড়ায় আসার পথে মৃত্যুঞ্জয় স্কুল রোডে একদল দুর্বৃত্ত রেজাউল করিম রাসেলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য ছিলেন। এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মযয়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ