আজ ভোর রাতে নগরীর খাগডহর ঢোলাদিয়া এলাকায় থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ চারজনকে আটক করেছে র্যা ব-১৪। র্যাব-১৪ অধিনায়ক মো. রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর একটি দল খাগডহর এলাকায় আজ ভোর রাতে অভিযান পরিচালনা করে।
এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা গুলি ছুড়লে র্যা বও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। কিছুক্ষণ গোলাগুলির পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান