জেলার ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় সোমবার ভোরে ট্রাকের চাপায় মাছবোঝাই পিকআপ ভ্যানের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, ভোর ৬টার দিকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মেহেরবাড়ি এলাকায় একটি মাছবোঝাই পিকআপ ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়েছেন।
ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।