জেলার তারাকান্দায় আজ সকাল পৌনে ৯টায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত এবং ৪জন আহত হয়েছেন। মৃতরা হলো- মাহমুদ (৩০) ও হনুফা (৫০)। এদের দুজনের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায়। এরা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছিল বলে জানায় তারাকান্দা থানার ওসি আবুল খায়ের।
তারাকান্দা থানার ওসি আরো জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। এসময় ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড় নামক স্থানে সকাল পৌনে ৯টায় বিপরীত দিক আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গাড়ি দুটি জব্দ করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান