ময়মনসিংহের শম্ভুগঞ্জে জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ- ভৈরব, নেত্রকোনা রোডে ট্রেন চলাচল।
সোমবার বিকেল তিনটার পরে জারিয়া থেকে লোকাল ট্রেনটি শম্ভুগঞ্জ এসে পৌঁছে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
চাকা লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস। তিনি জানান, ‘দুপুর ২টার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী লোকাল ট্রেন শম্ভুগঞ্জ স্টেশন পার হওয়ার পর কাটা পয়েন্টে আসলে ইঞ্জিনের সামনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।’
আজকের বাজার/লুৎফর রহমান