ময়মনসিংহে ডাস্টবিন থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের বাঘমারা ও ভাটিকাশর এলাকা থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে ডাস্টবিন  থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই এলাকার ২ টি ক্লিনিকে কে বা কারা অবৈধ গর্ভপাতের পর নবজাতক ২টি ড্রেনে ও ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

স্থানীয়রা নবজাতকের মরদেহ ২টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আজকেরবাজার/আইউ/একেএ