ময়মনসিংহে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধূরুয়া আগপাড়া গ্রামে নিখোঁজের ২ দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম বেগম (৪০)। তিনি ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের স্ত্রী।

রোববার (২২ জুলাই) দুপুরে ওই গ্রামের একটি জঙ্গল থেকে কাঁথা মুড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী ছিদ্দিকুর রহমান জানান, শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যার পর থেকে তার স্ত্রী বেগম নিখোঁজ হয়। রোববার সকাল ৯টার দিকে প্রতিবেশী মীর বাড়ির জঙ্গলে তার লাশের সন্ধান পাওয়া যায়।

স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে সবুজ নামে এক ব্যক্তি উল্লেখিত জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে তাদের জানায়। বিষয়টি পুলিশকে জানানো হলে খবর পেয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে কাঁথা দিয়ে মুড়ানো অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। মৃতদেহের মুখমণ্ডল আগুনে পোড়ানো।

এলাকাবাসী আরও জানায়, জঙ্গল সংলগ্ন মীর বাড়ির সৈয়দ আল্লাদ মিয়ার পরিত্যক্ত ঘরের মেঝেতে কে বা কারা একটি গর্ত খুঁড়ে রাখে। তাদের ধারণা ওই গৃহবধূকে হত্যার পর তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। তার মুখমণ্ডল আগুন পুড়িয়ে লাশের পরিচয় মুছে ফেলতে চেয়েছিল হত্যাকারী।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার বিষয়টি তার স্বামী পুলিশ বা প্রতিবেশী কাউকেই জানায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ