ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরের সরচাপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম অন্বেষা। অন্বেষা সরচাপুর গ্রামের আকাশের কন্যা।

হাসপাতাল ও পারিবারিক সুত্র জানায়, অভিভাবকদের আগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় অন্বেষা। পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক অন্বেষাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/একেএ