ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)। তাদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি গ্রামে।
বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার লোকজন চিকিৎসার জন্য ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলেন। পথে আলালপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে স্বামী-স্ত্রী ও তাদের ছেলে নিহত হন। এ ঘটনায় তাদের আরো দুই ছেলে-মেয়ে ও প্রাইভেটকার চালক আহত হয়েছেন।
এসআই আরও জানান, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজকের বাজার/এমএইচ