ময়মনসিংহের ত্রিশালের গফাকুঁড়ি নামক স্থানে প্রাইভেটকার চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিয়াম (৬)। সে গফাকুঁড়ি মোড় এলাকার আবু তাহেরের ছেলে।
এলাকাবাসী ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, উপজেলার বীর রামপুর ভাটিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিয়াম স্কুলে যাওয়ার পথে বালিপাড়াগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ত্রিশাল থানার এস.আই বিকাশ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি বালিপাড়া থেকে জব্দ করা হয়েছে।
আজকের বাজার/একেএ