ময়মনসিংহে বজ্রপাতে মোয়াজ্জিন নিহত

ময়মনসিংহ জেলার ফুলপুরে সন্ধ্যার পর বজ্রপাতে ময়ছর উদ্দিন (৪৫) নামে একজন মোয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রামসোনা মধ্যপাড়া জামে মসজিদে শুক্রবার সন্ধ্যায় মাগরিবের আজান দেয়ার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মোয়াজ্জিন ময়ছর উদ্দিনের মৃত্যু হয়।

এ সময় মসজিদে অবস্থানরত মুসল্লি লাল মামুদ, আক্কাছ আলী, দেলোয়ার হোসেন, হামিদুল ইসলাম, শরাফ আলী আহত হন। এছাড়াও ভাইটকান্দি ইউনিয়নের বাঘেধরা গ্রামের রোমেছা আক্তার ও পুত্রবধূ সুমি আক্তার আহত হন।

ফুলপুর থানার ওসি এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার/আরআইএস