ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য।

শনিবার (৭ জুলাই) রাতে উপজেলার আঠারবাড়ির তেলওয়ারী গণ্ডিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুখ উপজেলার তেলোয়ারী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানিয়েছেন- তার নামে মাদক চোরাচালানসহ ১১টি মামলা রয়েছে। মাদক ভাগ-বাটোয়ারার খবর পেয়ে পুলিশ  গণ্ডিমোড় এলাকায় অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ফারুক মিয়াকে উদ্ধার করা হয়। পরে তারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

ওসি আশিকুর রহমান আরো বলেন, ঈশ্বরগঞ্জ থানার এসআই সাফায়েত, এএসআই মো. খলিল ও কনস্টেবল আনোয়ার হোসেন এ অভিযানে  আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ১০০টি ইয়াবা, সাতটি গুলির খোসা, একটি রামদা একটি মোবাইল ফোন উদ্ধার করা কথাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরএম/