ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ভেবেল বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ী নিহত  হয়েছেন।

সোমবার(২ জুলাই) সদরের চৈতলমারি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অটোরাইস মিল এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করলে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদকসহ গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু নামে এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আরজেড/মতিন