ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে তারাকান্দা উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ওসি মাজহারুল হক। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শেরপুরগ্রামী একটি যাত্রীবাহী বাস শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। উপজেলার মধুপুর এলাকায় বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ফেনটলী (লড়ি) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত লড়ির ড্রাইভার নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাসে থাকা এক মহিলা ও তার শিশু সন্তানের মৃত্যু হয়। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।