ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহের তারাকান্দায় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৬ যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (১১ মে) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তবে এখনও প্রর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৬ জন নিহত ও একজন আহত হয়।

দুর্ঘটনায় আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের বাজার/ এমএইচ