ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

ময়মনসিংহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুন) সকালে সদর উপজেলার দাপুনিয়া শস্যমালা বাজার এলাকা থেকে ওই ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মোজাফফর হোসেন কালু (৩০)।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহামদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য মোজাফফর হোসেন কালু ঘর থেকে বের হন। প্রতিবেশী আবুল হাসেমের পোল্ট্রি খামারের চারদিকে বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পরিবারের লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।

পোল্ট্রি খামারের মালিক আবুল হাসেমকে পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

আজকের বাজার/একেএ