বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সাকিবুল হাসান রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাকিব ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া হরিণহাটা গ্রামের আব্দুল বারেক মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে রাকিব নিজ বাড়ির আঙ্গিনায় গাছের ডাল কাটতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে, স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।