ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দ্বীপ পাগলা গ্রামে রইছউদ্দিন (৩৫) নামে এক যুবক তার সৎ মাকে গলাকেটে হত্যা করেছে।
সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, পারিবারিক কলহের জের ধরে সোমবার সকালে দ্বীপ পাগলা গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে রইছ উদ্দিনের সঙ্গে তার সৎ মা শুক্কুরী বেগমের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে রইছ উদ্দিন তার সৎ মা শুক্কুরী বেগমকে কুপিয়ে হত্যা। খবর পেয়ে এলাকাবাসী রইছ উদ্দিনকে আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোর্পদ করে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ