আজ ভোরের দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালে রায়মনি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ দুইজন নিহত হয়েছে। ময়মনসিংহ থেকে প্রাইভেট কার নিয়ে ভালুকা যাওয়ার পথে রায়মনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ফুলবাড়িয়া থানার এএসআই আমিনুল (৩২) ও তার শ্যালক জাহিদুল (২৫) নিহত হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে থানা কম্পাউন্ডে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত প্রাইভেটকারটি নিহত এএসআই নিজেই চালিয়ে আসছিল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান