ময়মনসিংহের তারাদান্দা উপজেলায় বালুবাহী ট্রাক, ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
সোমবার বিকেলে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের উপজেলার গাছতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার গজহলপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে রুবেল তালুকদার (৩৫) ও ময়মনসিংহ সদর থানার মুদারপুর এলাকার গুঞ্জর আলীর ছেলে আব্দুল বারেক (৪৫)।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাক ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক হয়ে ময়মনসিংহে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের গাছতলা এলাকায় সেই ট্রাকের সঙ্গে একটি ট্রলি ও মোটসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুবেল তালুকদার ও পথচারী আব্দুল বারেক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান বলেন, ফায়ার সার্ভিস ট্রাকের নিচে থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে। এ সময় মুন্নি বেগম নামে এক নারী আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/এমএইচ