ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় মোট ১০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪ শিশু ও ৩ জন নারী রয়েছে। আহত হয়েছে আরও ২ ব্যক্তি।
২৪ মার্চ, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ভালুকা উপজেলার মেহেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিমেন্টবাহী একটি ট্রাক ঢাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। ট্রাকের সিমেন্টের বস্তার উপর চড়ে কয়েকটি দরিদ্র পরিবারও যাচ্ছিলো। মেহেরবাড়ি এলাকায় আসলে রাস্তার একটি কাটা অংশে পড়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন আরোহীরা।
এতে ঘটনাস্থলেই ৯জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে ৩জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়।
আহত বাকি দুজনকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।