ময়মনসিংহ শহরের গাঙ্গীনাপাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মার্কেটে ৩শ দোকান রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছেন।
তিনি আরও জানান, প্রায় দু’ঘণ্টা আগে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের প্রায় সব দোকানই আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দোকানে প্রচুর মালামাল তুলেছিলেন মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু সেগুলোর খুব সামান্যই তারা রক্ষা করতে পেরেছেন। তাদের আহাজারিতে এখন ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এসএম/রাসেল