মময়মনসিংহ নগরীতে হত্যা মামলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সারফান ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৩ মে) রাত তিনটার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডিবির কনস্টেবল শফিকুল ও ২নং পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনিসুর আহত হন।
গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, রোববার বাবু হত্যা মামলার প্রধান আসামি সারফুল ইসলাম বাবুকে ঢাকা জেলা থেকে গ্রেফতার করা হয়। বাবুকে নিয়ে পলাতক আসামিদের ধরতে রাত তিনটার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি রাজিবসহ অন্যরা পুলিশের ওপর ইট-পাটকেল, বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। এ সময় কৌশলে পালিয়ে যাওয়ার সময় বাবু গুলিবিদ্ধ হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গত ২০ এপ্রিল নগরের কাঁচিঝুলি এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে মোহাম্মদ বাবু ওরফে পিউ বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার আসামি সারফান।
আজকের বাজার/ এমএইচ