ময়মনসিংহ মেডিকেলের ৭ চিকিৎসক ও ৯ নার্স-আয়া করোনা আক্রান্ত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ চিকিৎসক ও ৯ নার্স-আয়াসহ জেলায় ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার।
এদিকে চিকিৎসক নার্সের করোনা পজিটিভ হওয়ায় পুরো হাসপাতালজুড়ে কর্মরত, ভর্তিকৃত রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, অন্ত:সত্ত্বা এক নারী তথ্য গোপন করে গাইনী ওয়ার্ডে এবং কিডনী ডায়ালাইসিস ওয়ার্ডে ভর্তি হওয়ায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা চিকিৎসা সেবা দিয়েছেন তাদের অনেকের করোনা পজেটিভ ধরা পড়েছে। সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে এবং তাদের কোয়ারিন্টাইনে রাখা হচ্ছে। বর্তমানে ডায়ালাইসিস ওয়ার্ডটি বন্ধ রয়েছে আর গাইনী ওয়ার্ডটি অর্ধেক অংশ বন্ধ রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ চিকিৎসক, গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসকসহ জেলায় ৫ স্বাস্থ্যকর্মী ও নার্স-আয়াসহ আরো ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।