ময়মনসিংহ ও যশোরে কথিত বন্দুকযুদ্ধে দুইজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
ময়মনসিংহ
পুলিশ জানায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে ইটপাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী জালালকে উদ্ধার করে পুলিশ।
যশোর
জানা গেছে, যশোরের চৌগাছার আফরা গ্রামে টাকা ভাগাভাগি নিয়ে দুই দল মাদকব্যবসায়ীর মধ্যে গোলাগুলির খবরে, ঘটনাস্থলে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীররা পালিয়ে গেলেও অজ্ঞাত একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য, গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আরজেড/