ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরের পৈরতলা এলাকার একটি ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই মরদেহটি এখানে ফেলে গেছে এ বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বলেন, দুপুরে পৈরতলা ব্রিজ এলাকায় একটি ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আজকের বাজার/একেএ/