ময়লার স্তূপ থেকে নবজাতক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের পার্শ্ববর্তী কাঁচাবাজারের সামনের ময়লার স্তূপ থেকে সদ্য ভূমিষ্ট এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ মে) ভোর ৫টার দিকে থেকে তাকে উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরবেলা ডিএনসিসির এক নারীকর্মী ময়লা পরিষ্কার করতে গিয়ে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে দেখেন কাপড়ে মোড়া এক মেয়ে নবজাতক। তখনও শিশুটির শরীরে সদ্যজন্ম নেয়ার আভা স্পষ্ট।

ওই নারীকর্মী বিষয়টি সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন এক পরিদর্শককে জানালে তিনি মোহাম্মদপুর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, কে বা কারা শিশুটিকে রাস্তায় ফেলে গেছে তা জানা যায় নি। নবজাতকটিকে চিকিৎসার জন্য মোহাম্মদপুর টেম্পুস্ট্যান্ড সংলগ্ন গ্লাস আরমান হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে।

রাসেল/