সফলতা লাভ করতে চাইলে যেমন কঠোর সাধনার প্রয়োজন; জমিতে বীজ বপনের পর ভাল ফসল ফলানোর জন্য যেমন বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন তেমনি একটি উন্নতমানের বাছুর এবং বেশি দুধ পেতে হলে একটি গর্ভবতী গাভীর বিশেষ যত্ন নিতে হবে। গর্ভাবস্থায় গাভীর সঠিক যত্ন না নিলে গাভীর স্বাস্থ্য, বাছুরের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। অনেক সময় গাভী ও বাছুর উভয়ই মারা যায় বা অসুস্থ হয়ে যায়। এছাড়াও প্রজননের পর দুধের পরিমাণ তেমন ভাল থাকে না। তাই গর্ভবতী গাভীর বিশেষ যত্ন নিতে হবে।
গর্ভবতী গাভীর বিশেষ যত্নসমূহ:
* প্রসবের অত্যন্ত ১ মাস আগে থেকে গাভীকে আলাদা নিরাপদ স্থানে রাখতে হবে।
* গাভীর ঘর শুকনা ও পরিষ্কার রাখতে হবে।
* গাভীর শোয়ার জন্য খড় বিছিয়ে বিছানা করে দিতে হবে যাতে গাভী আরামে শুতে পারে।
* গাভীকে নিয়মিত গোসল করাতে হবে।
* গাভীর গায়ে যাতে অতিরিক্ত ঠান্ডা বা গরম না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।
* গাভীকে দিয়ে কোন শ্রমের কাজ করানো যাবে না।
* গাভীকে প্রচুর ঘাস ও খড় খাওয়াতে হবে।
* গাভীকে দৈনিক দেড় থেকে দুই কেজি দানাদার খাবার খাওয়াতে হবে।
* প্রতিদিন লবণসহ পর্যাপ্ত পরিষ্কার পান করাতে হবে।
* গাভীকে উঁচু-নিচু বা পিচ্ছিল স্থানে রাখা যাবে না।
* গাভীর গায়ে উকুন বা আটালি হলে তা পরিষ্কার করতে হবে।
* বাচ্চা প্রসবের কাছাকাছি সময়ে পাহারার ব্যবস্থা করতে হবে। কারণ রাতে প্রসব করলে গাভী ফুল পড়া খেয়ে ফেলে। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
আজকের বাজার: এলকে/ ২৪ ডিসেম্বর ২০১৭