করোনাভাইরাসসহ সংক্রামক সব রোগ ঠেকাতে যত্রতত্র কফ-থুতু না ফেলার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, ঢাকা যুব ফাউন্ডেশন ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম। রোববার (৮মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই শিক্ষিত। এরপরও নিজদের জন্যই বলতে হচ্ছে যত্রতত্র কফ-থুতু না ফেলতে। কারণ এ থেকে জীবাণু বাতাসের সঙ্গে মিশে অন্যজনের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। নিজের পরিবারের কথা চিন্তা করে আমরা কফ-থুতু যেন যত্রতত্র না ফেলি। কারণে যে পথে আপনি এগুলো ফেলবেন সে পথ দিয়ে আপনার পরিবারের কেউ যাতায়াত করতে পারে।
বক্তারা আরও বলেন, যানবাহনে চলাচল করার সময় কফ আসলে আমরা জানালা দিয়ে ফেলে দেই। এটি কার ওপর গিয়ে পড়ছে তা চিন্তা করি না। এটি বাতাসের সঙ্গে মিশে অন্যের নিশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে অ্যাজমা থেকে শুরু করে বিভিন্ন সংক্রামক রোগ তৈরি করে। তাই পাবলিক প্লেসে থাকাকালীন কফ আসলে টিস্যু ব্যবহার করুন। পরে সুযোগ মতো ডাস্টবিনে ফেল দিন। তাহলে অন্যজন সংক্রমিত হওয়ার ঝুঁকি কমে যায়।
আজকের বাজার/এ.এ