হাইতির প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি গত সপ্তাহে ভূমিকম্প আঘাত হানা সত্ত্বেও যত দ্রুত সম্ভব দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন শুক্রবার । সন্ত্রাসীদের হাতে হাইতির প্রেসিডেন্টের নিহত হওয়ার স্মৃতি সেখানে এখনো ঘুরপাক খাওয়ার মধ্যেই তিনি এমন প্রতিশ্রুতি ব্যক্ত করলেন। খবর এএফপি’র।
গত জুলাইয়ে সন্ত্রাসী হামলায় প্রেসিডেন্ট জোভেনাল মইসির নিহত হওয়াসহ ক্যারিবীয় এ দেশের ‘দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা’ নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর উদ্বেগপূর্ণ পর্যবেক্ষণের কথা স্বীকার করেন হেনরি।
তিনি পার্মানেন্ট কাউন্সিল অব দি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’কে (ওএএস) বলেন, ‘যত দ্রুত সম্ভব অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করে আমার দেশকে কার্যকর গণতন্ত্র ফিরিয়ে দিতে আমার ক্ষমতার সবকিছু করতে আমি প্রতিশ্রুতিবন্ধ।’
গত সপ্তাহে প্রাদেশিক নির্বাচন কর্তৃপক্ষ বলেছিল যে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে এ নির্বাচন সেপ্টেম্বরে হবে বলে জানানো হয়েছিল। কর্তৃপক্ষের এমন ইঙ্গিতের পর হাইতিতে রিখটার স্কেলে ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে প্রায় দুই হাজার ২শ’ জন প্রাণ হারায়।