যথা সময়েই নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

যথাসমেই নির্বাচন হবে এবং কোন ভাবেই নির্বাচন বন্ধ হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।

সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচন বন্ধ করতে অনেক চেষ্টাই করেছে। কিন্তু কোনভাবেই নির্বাচন বন্ধ করতে পারেনি। তাই আগামীতে নির্বাচন বন্ধের কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, নির্বাচনে অংশ নেয়া না নেয়া রাজনৈতিক দলগুলোর নিজেদের ব্যাপার। বিএনপি যদি মনে করে নির্বাচনে আসবেনা তাহলে এটা তাদের ব্যাপার।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার শেষ মুহুর্তে প্রধানমন্ত্রী বলেন আপনাদের জন্য দুটি সুসংবাদ দিতে চাই।

তিনি সুসংবাদ ঘোষণা দেয়ার সময় বলেন, বাংলাদেশে এক সময় মোবাইল ফোন ব্যবহার করা কঠিন ছিল। আমি ক্ষমতায় এসে মোবাইল ফোন ব্যবহার করা সহজ করি।

২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থ্রিজি সেবা চালু করি। এরপর আজ সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগ আনুষ্ঠানিকভাবে ফোরজি ইন্টারনেট সেবা উদ্বোধন করবে।

আর দ্বিতীয় সুসংবাদ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। শিগগির এটা উদ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে ৫৭ ধারা আইন বাতিল করে নতুন করে ৩২ ধারা আইনের মাধ্যমে গণমাধ্যমকে অবরুদ্ধ করা হচ্ছে। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

প্রধানমন্ত্রী বলেন, এই ধারার অপপ্রয়োগ করার সুযোগ নেই। কেউ অপরাধ না করলে তার ভয় পাওয়ার কি আছে?

আরএম/