পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মূলধনী যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির উন্নয়নের অংশ হিসেবে মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে বলে পর্ষদে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাপান থেকে নতুন ব্রান্ডের জিগার মেশিন ক্রয়ে খরচ পড়বে প্রায় ৪৫ লাখ টাকা।
কোম্পানির এই মেশিনারি স্থাপনের পরে উৎপাদন ক্ষমতা সামান্য বাড়বে। একই সঙ্গে উৎপাদন খরচ কিছুটা কমবে বলে আশা প্রকাশ করছেন কোম্পানির পর্ষদ। যন্ত্রপাতি আমদানি ও স্থাপনে বেশ সময় লাগতে পারে বলে জানা গেছে।