ফের মা হলেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। এবার যমজ ২ পুত্র সন্তানের মা হলেন সাবেক এই পর্নস্টার। টুইটার এবং ইনস্টাগ্রামে সেই খবর নিজেই জানিয়েছেন সানি।
জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গত বছর ভারতের মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা ওয়েবার নামে এক কন্যা সন্তানকে দত্তক নেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সম্প্রতি নিউজিল্যান্ডে গিয়ে মেয়ের জন্মদিন পালন করেন সানি এবং তার স্বামী। এরপরই সবাইকে অবাক করে ২পুত্র সন্তানের মা হওয়ার খবর দেন সানি।
সানি লিওন জানিয়েছেন, বর্তমানে ৩ সন্তানের গর্বিত বাবা-মা তারা। যাদের নাম নিশা সিং ওয়েবার, নোয়া সিং ওয়েবার এবং আশের সিং ওয়েবার। ৩ ফুটফুটে সন্তানকে কোলে নিয়েই এবার তাদের পরিচয় করিয়েছেন সানি এবং ড্যানিয়েল।
শুধু তাই নয়, নিশা, নোয়া এবং আশেরকে নিয়ে এবার তাদের পরিবার পূর্ণ হল বলেও জানিয়েছেন সানি এবং ড্যানিয়েল।
আজকেরবাজার/এমটি